ভাত-রুটি-জল চাইলে, অকাতরে দিয়েছো বার্গার-পিৎজা,
            পোলাও-কোরমা-বিরিয়ানি;
টাকা চাইলে দিয়ে গেছো ডলার-রিয়াল, রুপী এবং দিনার;
অঢেল সামর্থ্য আছে এসব তোমার, আমি জানি।
প্রেম চাইলে পিছু হটে গেছো; কেনো না সামর্থ্য নেই, তা' কিনার!

রূপের সামগ্রী নিয়ে পসরা সাজাও নিজে,
            এখানে-ওখানে  হাটে-মাঠে;
প্রভাতের বিকিরণ ছড়াও সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে;
কিন্তু কখনোই দেখি নাই
            প্রশান্তির তরুচ্ছায়া জীবনের চারুপাঠে
বিকশিত নির্মোহের অভিঘাতে ছুটে আসে; তাই, মরি লাজে।

শতাব্দীর কিচ্ছা-কাহিনীর প্রতিচ্ছবির কঠিন ছায়া,
অভাবী সংসারে এসে
            অন্তহীন ঘোর অন্ধকার রাত্রির আভাস পেয়ে
অবলীলায় ভুলেছো মানবিক প্রেম-প্রীতি, ভালোবাসা-মায়া।
এই সভ্যতার নিরুদ্দেশ অশান্তির কালোমেঘে গেছে ছেয়ে।

আশাহীন মানুষের চোখ যতো দূর যায়
            হতাশার জলচ্ছায়া দেখে,
অধোমুখে পড়ে থাকে, শোনে মরণের আগে গভীর সঙ্গীত।
জনসভ্যতার মাঝে নক্ষত্রের নীলাভ আলোর রঙ মেখে
দূর থেকে আরো দূরে ছুটে চলে;
            ভুলে বর্তমান-ভবিষ্যৎ, সকল অতীত।

০১/০৪/২০২৫
ঢাকা।