পরম সুখের মিলন হলে আনন্দধারায়,
বিলয় হয় যে কালের গতি, সকল ভেসে যায়।
বসন্ত দিন দীর্ঘশ্বাসে
কুসুম বনে নেমে আসে
সকল ভালোবাসা নাশে, কাঁদে নিরালায়।
স্বপন যখন ভেঙে পড়ে করুণ গীতির স্বরে,
দুঃখগুলো পড়ে থাকে থরে ও বিথরে।
আকাশ কুসুম ভাবনা যত
বাস্তবতায় হয় নিহত
শ্রাবণধারায় অবিরত ঝরে বেদনায়।
হাসির ধারা রুদ্ধ হলে জগৎ কাঁপে ত্রাসে,
শুভবোধের চিন্তা-চেতন লুঠায় পথের পাশে।
তখন সকল ভালোবাসা
হয়ে উঠে সর্বনাশা
রঙিন মনের রং-তামাশা হারায় অচিন গাঁয়।
অনন্তকাল জ্বলে নাতো সুখের প্রদীপশিখা,
ভেঙ্গে দিয়ে স্বার্থবাদের সকল অহমিকা।
যে জন পেলো প্রেমের পরশ
তাঁর হৃদয়ে জাগে হরষ
মানুষ জীবন হয় নাতো বশ সারা দুনিয়ায়।
০১/০৪/২০২৫
ঢাকা।