শান্তির আশায় ঘুরি সমস্ত পৃথিবী জুড়ে, কোথাও দেখি না তারে;
পৃথিবীর পথে পথে ছড়িয়ে ছিটিয়ে আছে অশান্তির অবশেষ।
ভোরবেলা থেকে শুরু নিশিথ অবধি খুঁজি, জেগে উঠি হাহাকারে!
অশান্তিতে ভরে গেছে সাগর-পাহাড়-নদী, আমাদের এই দেশ।
শান্তিতে নোবেলজয়ী সম্মানিত মানুষেরা অশান্তির বীজ বোনে
গ্রামে-গঞ্জে, হাটে-মাঠে, শহরের গলিপথে; বিষাক্ত সাপের মতো
ফোঁসফোঁস করে ছোটে অনুভব অবহেলে; সমস্ত কানুন জেনে,
কায়ক্লেশে পরস্পর; যতো দেখি, ততো হই বীতশ্রদ্ধ, অভিভূত।
ক্ষতবিক্ষত জীবনে তবুও হেয়ালি মনে প্রতিবাদ করে যাই,
রৌদ্রতপ্ত রাজপথে স্লোগানে স্লোগানে নয়; নিরুৎসুক কবিতায়।
সময়ের সন্ধিক্ষণে অস্বাভাবিক প্রত্যয়ে বিশুদ্ধের স্বপ্ন চাই-
সুখ-শান্তি, প্রেম-প্রীতি, ভ্রান্তিহীন সমৃদ্ধির, মানুষের চেতনায়।
আমাদের পরিচিত এই পৃথিবীর বুকে অবিশ্রান্ত দ্বন্দ্ব আসে,
শক্তিহীনের উপরে শক্তিময় দুর্বৃত্তের সীমাহীন অত্যাচার।
অন্ধকার কাহিনীর পুনরাবৃত্তির খেলা চলে ভ্রান্তির বিলাসে;
যখন প্রচুরভাবে নষ্ট মানুষেরা মিলে করে যায় অহংকার।
সংস্কারের নামে চলে স্বার্থসিদ্ধির কৌশল, ভয়াবহ অভিনয়;
মোহ-চরিতার্থ লক্ষ্যে সত্যকে নিঃশেষ করে মিথ্যার রাজত্ব গড়া।
তবে, চিরন্তন সত্য- সাময়িক কুজ্ঝটিকা সূর্যতাপে হবে লয়;
সেই কর্মযজ্ঞরাজি পৃথিবীর মানুষেরা করে যায় পরম্পরা।
০১/০৪/২০২৫
ঢাকা।