নিগূঢ় তত্ত্বের সত্য খুঁজতে
চলরে ও মন সাধন পথে;
যাত্রা যে তোর কঠিন হবে
হবে নাতো সোনার রথে।
বন-জঙ্গলে খোঁজ যারে
পাগল বেশে, পাবে না রে
দেশ হত দেশ দেশান্তরে
খুঁজছো সদা দিনে-রাতে।
আকাশে নেই, নেই পাতালে
পাহাড়ে নেই, নেইকো জলে
বিরাজ করে সুকৌশলে
মানুষেরই মনের সাথে।
ও ভোলা মন! করো স্মরণ
ধরো এ মানুষের চরণ
মরার আগে হলে মরণ
দেখবি তাঁরে হৃদয়পাতে।
১৯/০৩/২০২৫
ঢাকা।