জীবনের কতো কথা নিদ্রাহীন রাতের বেলায়
যাতনা বাড়ায় মনে প্রহরের হিসাবে থাকে না
মনের ভেতরে জমে থাকা কথা রঙিন ভেলায়
চড়ে নিরুদ্দেশে ছুটে চলে কেউ পিছনে ডাকে না
ঘরের মিহিন মায়া করুণ স্বরের শব্দ তুলে
বিরহবিলাপ করে বেশুমার তীব্র হাহাকারে
পাহাড় ভাঙার শব্দ হৃদয়ের তটিনীর কুলে
ঝপাৎ ঝপাৎ পড়ে অন্তহীন তুমুল চিৎকারে
রাজনীতি অর্থনীতি সমাজনীতির বাঁধাধরা
নিয়ম কানুন ভেঙ্গে চলে যাই নির্জন প্রান্তরে
বৃষ্টি নেই জল নেই স্রোত নেই তীব্রতর খরা
হা-হুতাস করে যাই বিষাদিত গহীন অন্তরে
অনিকেত জীবনের যাতনার করুণ নিনাদ
ডেকে আনে ক্রমান্বয়ে হৃদয়ের ঘোর অবসাদ।
২৬/০৩/২০২৫
ঢাকা।