সে জানে আর আমি জানি পরস্পরের মনের কথা,
ঘর ছাড়িলাম তারই জন্য ঘুরিফিরি যথাতথা।
(তার)   বাঁকা চোখের কাজলরেখা
           এখনতো আর যায় না দেখা
আসে না সে একা একা যখন রাতের নীরবতা।
(তাই)   ভাবলে তারে, মনের মাঝে
            আনন্দতার সুখ বিরাজে
মন বসে না নিত্যকাজে বাড়ে শুধু ব্যাকুলতা।
(ওরে)   লোকে বলে প্রেমের রোগে
             ধরলে কাউকে রয় না সুখে
কান্দে তখন দুঃখশোকে পাগলের ন্যায় কয় সে কথা।

১৯/০৩/২০২৫
ঢাকা।