সহজ ভজন সহজ করা, নয় রে সহজ এই ভুবনে,
সত্য-সুন্দর, সুপথে চল, পাবি শান্তি তোর জীবনে।
ধর্মকর্মে দম্ভ হলে
সকল কিছু যায় বিফলে
মজিস নারে কু-কৌশলে প্রকাশ্যে কিংবা গোপনে।
দাঁড়ি টুপি টিকি ধরে করে গেলি বুজরকি,
দিনের শেষে বুঝবি রে তুই সব ছিল তোর আহাম্মকি।
সহজকে তুই কঠিন করে
দেখাইলি রে এই সংসারে
সার ছেড়ে মজলি অসারে, থাকলি পড়ে আঁধার কোণে।
বিষয়-বিষে চঞ্চলা মন করে যদিবা আস্ফালন,
দিন-রজনী বিফল হবে পাবিনে মানুষের দর্শন।
সু-ভাবেতে সঠিক হলে
মিশবে তখন তেলে-জলে
ভেবেচিন্তে কবীর বলে, মরার আগে যাও মরণে।
১৯/০৩/২০২৫
ঢাকা।