মানুষীর মাঝে বিরাজে আড়াই ইঞ্চি বৃন্দাবন,
গোকুলের ওই রাখাল রাজাও তাতে হয় নিপাতন!
কামের কুঞ্জে কপাট মেরে যে চলতে পারে ভুবনে,
সেইতো সাধক, শুদ্ধ পাবক, সিংহশাবক রণে।

মানুষেরা সব এই প্রকৃতির ঊষর মরুর মতো,
আর ভালোবাসা- সজল বর্ষা ঝরে যাওয়া অবিরত।
অমৃত স্বাদের সে ভালোবাসার পুলক পরশ পেলে,
প্রকৃতি আবার সজীবতা পায় সবকিছু অবহেলে।

ভালোবাসা পেলে রুক্ষ প্রাণের মরুভূমিতল হাসে,
বালুকা রাশির স্তরে স্তরে জমে পেলব দুর্বাঘাসে।
পাথরের স্তুপ পুষ্প ফোটায় ভালোবাসা যদি জাগে,
বিকশিত হয় শান্তি ও স্নেহ, কোমলতা অনুরাগে।

কবিতার মতো নিটোল প্রেমের সুরেলা কণ্ঠস্বর,
বিচিত্ররূপে পৃথিবীতে আসে অবাধ নিরন্তর।
সেই ভালোবাসা চেয়েছি জীবনে নিরবধি অবিরাম,
সৌন্দর্যের আনন্দ রবে, থাকবে না কোন কাম।

২২/০৩/২০২৫
ঢাকা।