প্রাণের খেলা আর হলো না, সই গো তোমার সাথে;
বাসনার রঙ ফ্যাকাসে হয় দোলপূর্ণিমা রাতে।
          বাণীর বীণা আর বাজে না,
          কুসুমের বন আর সাজে না,
মাধবীরাত বিবর্ণ হয় ঘোর অভিসম্পাতে।

যা কিছু মোর ছিলো প্রাণে সবই দিলেম ঢেলে,
তুলে নিও সকল কিছু যেও নাকো ফেলে।
          কেবল শুধু রেখো মনে
          আমিও ছিলাম তোমার সনে,
বাসরপ্রদীপ নিভিয়ে দিও শিশিরঝরা প্রাতে।

১৬/০৩/২০২৫
ঢাকা।