কুচক্রের অবিচারে হ্যামলক পানে
সক্রেটিস চলে গেলো অজানার পথে;
হারিয়ে যায়নি আজও চোরা কালস্রোতে,
বেঁচে আছে মানুষের চেতনার গানে।
সত্য-সত্তা চিরন্তন বিকশিত হয়,
শতবার উঠে আসে ফিনিক্স আখ্যান;
পথভোলাজনে পায় পথের সন্ধান,
প্রদীপ্ত শিখায় জ্বলে সারা বিশ্বময়।
তোমাকে সরিয়ে দিতে কতো কি প্রকারে
করেছে ছলনা তারা, স্বাধীন বাংলায়!
স্বকীয় অস্তিত্ব রাখো নিজ মহিমায়,
গহীন অরণ্যভেদী সুরের ঝংকারে।
তুমি রবে বাংলাদেশে অনন্ত অম্লান,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২২/০৩/২০২৫
ঢাকা।