থাকলে মনে পুরুষ স্বভাব বাউল হতে পারবে না;
নারী চেতন আনো রে  মন হোউক না জীবন সাধনা।
জগৎ হলো নারীর গর্ভ, ভেঙ্গে দিয়ে সকল দর্প;
আপন মনে মানুষ-স্বর্গ নারীই করে রচনা।
লণ্ডভণ্ড সংসার দেখে, পালায় না সে অন্যমুখে;
জেতার অসীম সাহস রেখে করে পরম-বন্দনা।
আগে তুমি হও রে নারী, চেতনাকে পরাও শাড়ি;
কাটবে মনের মহামারী নয়ন খুলে দেখো না।
নারী হলো জগদ্ধাত্রী, নারীই হলো পূণ্য মাতৃ;
হলে নারীর সহযাত্রী পূর্ণ হবে বাসনা।
নারী হওয়া সহজতো নয়, অধম কবীর সত্যটাই কয়;
পুরুষ যদি নারীত্বে লয়, পূর্ণতা পায় সাধনা।

১৫/০৩/২০২৫
ঢাকা।