কালিয়া তুই যা চলিয়া আসিস না আর কাছে,
ওগোল টাকি খায় না তো আর ডোবার মেনি মাছে।
তোর লাগিয়া পাগল ছিলাম ঘুরছি দেশান্তর,
অবশেষে দেখছি এসে তুই যে অবান্তর।
পলাশ-শিমুল ফোটে না আর জীর্ণ মরা গাছে।
গাঙের জলে তলে তলে বহে স্রোতধারা,
বুঝতে পারে নায়ের মাঝি চতুর চালাক যারা।
চাই না তোরে এই অন্তরে আগের মতোন আর,
কথার জলে মন ভিজালে বাঁধলি না সংসার।
জলবিহীন ডোবায় কাঁদি দারুণ শীতের মাসে।
০৯/১২/২০২৪
ঢাকা।