তার কোন কাব্য নেই পাঠকের প্রিয়;
প্রেম-প্রীতি-ভালোবাসা কিংবা বিরহের।
কবির পদবী লেখা ক্রেস্ট-উত্তরীয়
আলমারি ভরা তার; কতো আশ্চর্যের!
মাঝে মাঝে সভাকবি কাব্যের আসরে;
পদকের গল্প কয়- পেয়েছে কোথায়!
কবি নয়, কবি হয় অদ্ভুত শহরে;
বাণিজ্যের হাত ধরে ক্রেস্ট পাওয়া যায়।
অশান্তির মহারাজা বিশ্বদরবারে
'শান্তির পদক' লভে, কোন সে কৌশলে?
পদকের ভারে যারা মোহিত সংসারে,
ধর্ষণ-লুন্ঠন-হত্যা আনে মহীতলে ।
মনুষ্যত্ব মানুষের বিপুল অর্জন,
সনদীয় মানবতা বিফল গর্জন।
১৬/০৩/২০২৫
ঢাকা।