দেশের বারোটা বাজালো সমন্বয়ক ফটকারা,
মানুষ থুয়ে গাড়ি-বাড়ি, টাকা-পয়সা চায় তারা।
কথায় কথায় স্লোগান তোলে- "উল্টাতে চাই দেশটাকে",
খাচ্ছে গাছের, তলার খাবে আছে রে সেই চেষ্টাতে।
পান্তা ভাতে ঘি মাখাতে তাদের সাথে জুড়ি নাই,
উল্টাপাল্টা এসব দেখি আপন মনে পুড়ি তাই।
মুখ খেঁচিয়ে ভেংচি কাটে যেন লাটের বেটা রে!
কালের শনি পড়লে ঘাড়ে দেখবে তখন ক্যাঠা রে।
পড়বে যখন পিঠের উপর হালুম-হুলুম কিল-ঘুসি,
বুঝবে তখন আন্দোলনে জনগণের মিল বেশি।
পথ পাবে না পলায়নে সবাই দেবে ব্যারিকেড,
জনরোষের মব-জাস্টিস এসে তোমায় করবে ড্যাড।
ইটাকলের বিপরীতে পাটকল যে খেতে হয়,
মহাকালের সত্যবাণী নিশ্চিত, তা' মিথ্যা নয়।
১৩/০৩/২০২৫
ঢাকা।