তুমি আমার ভালোবাসার নীলসাগরের জল,
বুক পাঁজরের খাঁচায় ভেতর মুনিয়া উচ্ছ্বল।
আকাশগাঙে রৌদ্রচ্ছটা সূর্যস্নানের ঘাট,
সিংহাসনের তিলোত্তমা এবং রাজ্যপাট।
তুমি আমার বুক পকেটে যত্নে রাখা ফুল,
সুগন্ধময় আনারকলি অপূর্ব অতুল।
অন্ধকারে আলোর রেখা আশার প্রদীপশিখা,
ন্যায়ের পথে যুদ্ধমাঠে জয়ের অহমিকা।
তুমি আমার প্রেমের কথার পূর্ণ উপাখ্যান,
এই জীবনের আলোকরশ্মি সফলতার গান।
তোমার মাঝে পাই যে খুঁজে উষ্ণতারই ছোঁয়া,
আমি হলাম কদম্ব ফুল, তুমি তারই রোঁয়া।
তোমায় ছাড়া হয় না মিলন পরিপূর্ণতার,
তুমি আমার গতির ঘোড়া, আমিও তোমার।

১৬/০৩/২০২৫
ঢাকা।