শীতের সমুদ্রনীর ধীর ঢেউ তুলে
ছুটে আসে মেদিনীর পায়ের তলায়;
হরষিতে চুমু খায় ঝাউয়ের ফুলে,
শিহরণ জাগে মনে বেলা-অবেলায়।
প্রকৃতির সৌন্দর্যের বিলোলিত নেশা
ঘুরপাক খেয়ে যায় উদ্দাম উল্লাসে;
সিক্ত বালুকা বেলায় জনমের তৃষা
মিটানোর জন্য তারা অহেতুক হাসে।
যখন যৌবন আসে গ্রীষ্মের প্রতাপে,
উলঙ্গ নৃত্যের তাল ওঠে চারিদিকে;
শান্তশিষ্ট জলরাশি কোন এক শাপে,
বিদ্রোহবাণীর তোড়ে ছোটে দিগ্বিদিকে।
কালের প্রবাহ যদি অভীষ্টের হয়,
ধনুকভাঙ্গা পণের নিশ্চিত বিজয়।
১৪/০৩/২০২৫
ঢাকা।