হেমন্তেতে বৃষ্টি নামায়
দুশ্চিন্তায় কৃষককুল;
অনাসৃষ্টি কেবা থামায়
চারিদিকে হুলুস্থুল।

বলছে তারা সদলবলে-
'সদা সত্য কথা কও'!
শান্তি পাবে মহীতলে
তোমরাতো কেউ নেতা নও।

আমরা যারা জননেতা
দেশ ও দশের মঙ্গলে;
একটু আধটু মিথ্যা কথা
সভাস্থলে যাই বলে।

তাই বলে কি মিথ্যাবাদী?
এমন অপবাদ দিলে;
আমরা চিরপ্রতিবাদী
করব ঠান্ডা চড়-কিলে।

স্বাধীনতা আনতে গিয়ে
বাড়ে বাড়ুক হাজার লাশ;
ভাবছি এখন এসব নিয়ে
না হয় যেনো সর্বনাশ।

ধূর্ত যারা বাঁচবে তারা
সরল নিয়ম প্রকৃতির;
লাল সৈনিকের এইতো ধারা
নয় তা' মোহন প্রেমপ্রীতির।

ধূর্তনেতার ছলবাজিতে
পড়লো ফেরে ছাত্রকুল;
বুঝলো যখন ভুল আজিকে
ছিঁড়ছে এখন মাথার চুল।

১৪/০৩/২০২৫
ঢাকা।