সারা দুনিয়ার বাদশাহ তুমি, মরুর দুলাল মোহাম্মদ;
আল্লাহ যাঁকে নাম দিয়েছেন- দুই জাহানের আহাম্মদ।
            দরুদ তোমার নামের উপর
            পড়ছে বিশ্ব, এই চরাচর;
এই পাপী মন রয় বে-খবর, তাই নেমে আসে ঘোর আপদ।

আল্লাহ নিজে বন্ধু বলেন, কুরআনে তার রয় প্রমাণ;
কুল-মাখলুকাত, ফেরেশতারা কেউতো তোমার নয় সমান।
            তোমার পরশ পেলে পাপী-তাপী,
            গুনাহগারের পাপ হয় মাফি;
বেভুল-মন্দ হয়ে যায় কাফি, শান্তিতে রহেন নিরাপদ।

এই পাপী মন ডাকছে তোমায় কাতর কণ্ঠে- ইয়া রাসূল!
প্রেমের নূরের পরশ বোলাও, ঘোঁচাও আমার মনের ভুল।
             আবে-কাউসার জলের ছোঁয়ায়,
             তৃষ্ণা আমার যেন মিটে যায়;
রোজ হাশরের বিষাদ বেলায় দূর করে দিও মোর বিপদ।

১২/০৩/২০২৫
ঢাকা।