আমি   জীবনে তোমাকে চাই,
আমি   মরণে তোমাকে চাই;
আমি   তোমার স্মরণে, তোমায় বরণে ঘুরি পাগলের প্রায়।
আমি   তোমাতে বেঁধেছি আশা,
আমি   তোমাতে পেয়েছি সুর;
আমি   ওই সুন্দর মায়াভরা চোখে দেখেছি সমুদ্দুর।
           তুমি যে আমার অমর কবিতা, প্রাণের সুরের গান।
আমি   যতোবার দেখি, ততোবার হই সম্রাট শা'জাহান।

আমি   তোমাকে বেসেছি ভালো,
আমি   তোমাতে দেখেছি আলো;
ওই     তোমার হাসিতে, তোমার ভাষাতে সুখসুধা প্রাণে ঢালো।
         আমিতো দেখেছি তোমার নয়নে বিদ্যুৎশিখা জ্যোতি;
তাই   খুঁজি নাকো আর পৃথিবীর বুকে সরস অমরাবতী।
         তুমি যে আমার সাগরের ঢেউ,  প্রভাত বিবস্বান।
আমি   যতোবার দেখি, ততোবার হই সম্রাট শা'জাহান।

আমি   প্রিয়তিকে ভালবাসি,
আমি   প্রিয়তির প্রেমে ভাসি;
আমি   তারি ছোঁয়া লয়ে সর্বনাশের বেদনাকে যাই গ্রাসি'।
          যা কিছু সৃষ্টি করেছি মহান কবিতার চেতনায়;
দেখি   সবকিছু আজ বিকশিত হলো প্রিয়তির মমতায়।            
          প্রিয়তি আমার স্বর্গসুখের আনন্দ সম্মান;
আমি   যতোবার দেখি, ততোবার হই সম্রাট শা'জাহান।

১২/০২০২৫
ঢাকা।