জঙ্গিদেশের রঙ্গিনেতার ঢঙ্গি কর্মসূচি-
বাঙালিকে খাওয়াইতে চায় খেলাফতের লুচি।
আর্মি-পুলিশ ডান্ডা লয়ে ঠান্ডা করার তালে,
ধাওয়া, পাল্টা-ধাওয়া চলে দেখছি অন্তর্জালে।
সাউন্ডগ্রেনেড, টিয়ার সেলে পল্টন রণক্ষেত্র,
হিজবুতিদের হাতে লাঠি, আর্মির হাতে বেত্র!
রঙ্গখেলার ঢঙ্গ দেখে ভাবছে জনগণ,
দেশতো মহাসংকটে আজ দেখবো কতোক্ষণ?
চাল-ডাল-তেল, নুনে আগুন দাউ দাউ দাউ জ্বলে,
আমজনতা ত্রাহি ত্রাহি পড়ে চিপাকলে।
সত্য কথা যায় না বলা অন্তর্বর্তীকালে,
উপদেষ্টা নৃত্য করেন নিরুর বাঁশির তালে।
মুখের বাণী ঝরঝরা তার- ''ঠিক আছে চারদিক,
পলাতকা দলের লোকে করতে চায় বেঠিক।
শক্ত হাতে করবো দমন রক্ত ঝরুক যতো,
ঠান্ডা মাথায় হিংস্র হবো হালাকু খাঁ-র মতো।
চাই, ক্ষমতা চাই-
মত্তমাতাল বলুক লোকে চিন্তা আমার নাই''।
০৭/০৩/২০২৫
ঢাকা।