হীরক রাজার সব বাহিনী
অস্ত্র কাঁধে নিয়ে;
রাস্তাতে দাঁড়িয়ে।

শোনায় কতোকি কাহিনী!
ঠুঁটো জগন্নাথ,
কী অভিসম্পাত!

বীরদর্পে ডাকাত দলে,
হেলেদুলে সামনে চলে,
দেখেন তারা কৌতূহলে
আহা, শান্তি! মহীতলে।

০৬/০৩/২০২৫
ঢাকা।