মব-মুলুকে ভাবছি ত্রাসে,
কি হবে এই দেশটার!
কি হবে তার শেষটার?

রক্তখেকো রাজা হাসে
সঙ্গে কতেক বাটপার,
আহা কী চমৎকার!

ধ্বংসনেশায় মাতে তারা
হয়ে বদ্ধপাগলপারা;
করলো এদেশ ছন্নছাড়া
জঙ্গিবাদের দোসর যারা।

০৬/০৩/২০২৫
ঢাকা।