অন্ধকারের কক্ষে বন্দী কথা-
ক্ষোভ-ঘৃণা-ক্রোধ, পাশবিকতায় ভরে;
আনতে চাইছে এ তৌহিদি জনতা
ধর্মের নামে বাংলার প্রতিঘরে।

ওদের চেতনা- খুন করা বীরকাজ
স্বর্গ লাভের বারতা- 'মোবাশশারা'!
এদেশের বুকে চারদিকে দেখি আজ
জোরজবস্তি, লুণ্ঠন করে তারা।

ধর্মের নামে ওরাই হত্যা করে-
নৃশংস তারা, আজাজিল সহচর;
অশান্তি আনে পাশবিক অন্তরে
এই পৃথিবীতে দুষ্টের অনুচর।

হত্যা করেছে আমিরুল মুমেনীন
খলিফা ওমর, আলী, ওসমান গনি;
নোংরা তাদের পলিটিক্সের দ্বীন;
এখনো শুনছি  তাদের হিংস্রধ্বনি।

চিন্তাকর্মে, চেতনে-চলনে তারা
বকধার্মিক; চলে স্বার্থের খেলা;
'মরবো, না হয় মারবো'- তেমন ধারা,
পৃথিবীতে করে মানবতা অবহেলা।

সুদূর আঁধারে ছিলো তারা এই দেশে,
জাহেলিয়া ক্ষণে হয়েছে আবির্ভাব;
উন্মাদ তৌহিদি জনতার বেশে
এল যে বাংলাদেশে এক অভিশাপ!

কালের কন্ঠে শুনছি আলোর বাণী-
আঁধার সরাতে জাগবে বিজুলীশিখা;
চারিদিকে যারা করে যায় হানাহানি,
ভাঙবে তাদের আসুরিক অহমিকা।

০৭/০৩/২০২৫
ঢাকা।