জেগে ওঠো মধুমতি, প্রলয় কাল্লোলে।
অনেক হয়েছে জমা বিষ-আবর্জনা,
অবাঞ্ছিত পানা; তোমার স্ফটিক জলে;
ভাসিয়ে নিতে হবে তা', ঘুমিয়ে থেকো না।

দুষিত বাতাস এসে হুড়মুড় করে
স্বচ্ছ জলের ধারায় বিষ ঢেলে যায়;
নির্মল জলের বুকে, আনন্দের চরে
যে সকল প্রাণী আছে কাঁদে বেদনায়।

জঞ্জাল সরাতে হবে বাঁচাতে পৃথিবী,
প্রলয় কল্লোলে জাগো ভেসে যাক সব।
তুমুল জলের স্রোতে সিক্ত হবে 'গোবী'
অতঃপর, আনন্দের হাসি-কলরব।

কালের প্রবাহ এলে ভেঙে দিয়ে যায়
হাজার হিমালয়ের বাধার দেয়াল।
জেগে ওঠো মধুমতি! রক্ত মূর্ছনায়
সুদুরে ভাসিয়ে দিতে বিষাক্ত জঞ্জাল।


০৭/০৩/২০২৫
ঢাকা।