শেষমেষ দেশটা কি তাদের কব্জায় চলে গেলো?
যারা একাত্তরে, রণক্ষেত্রে পরাজিত হয়েছিলো-
নিদারুণ অপমানে, অবহেলা আর ঘৃণ্যতায়;
তারা আজ হায়েনার চোখে জাতিকে ভয় দেখায়।
ধর্মের মুখোশে বেশ্যার বেসাতি করে অহরহ,
যত্রতত্র অবিরাম, সারা দেশে; তা' বড় দুঃসহ!
প্রতিদিন দেখি অন্ধকারের পাহাড় নেমে আসে
চুপে, হামাগুড়ি দিয়ে এই বাংলাদেশে, কাঁপি ত্রাসে।

হায়! ছাত্র-জনতার নামে চলে অশুভ চিৎকার,
মব-ভায়োলেন্স, লুটপাট, মৃত্যু, হত্যা, হাহাকার!
কবে শেষ হবে? কবে স্তব্ধ হবে দুর্বৃত্তের খেলা?
কবে যাবে এই দেশ থেকে জঙ্গিবাদীদের চ্যালা?
শান্তি চাই, স্বস্তি চাই; চাই জীবনের নিরাপত্তা,
ব্যাঘ্রজাতি আবার জাগার আগে, যা দূরে চলে যা।

০৫/০৩/২০২৫
ঢাকা।