আমার জীবন গেলো এলেবেলে দুঃখের দরিয়ায়,
আমার ভাঙা তরী জীর্ণ পালে ছুটছে অজানায়।
আনন্দকে চাই ভুবনে,
ছবি আঁকি মনে মনে;
সে তো আসে ঘোর স্বপনে ঘুমের ছলনায়।
ডুবলো সূর্য নামলো রাতি,
জ্বাললো না কেউ আলোর বাতি;
দুঃখ আমার হলো সাথী আঁধার এ ধরায়।
এখন আমার জীবনগীতি
দুঃখগাথার অতীতস্মৃতি;
যতন করে আসে নিতি, ভাবি নিরালায়।
১২/০২/২০২৫
ঢাকা।