তোর রূপ গেলো, যৌবন গেলো,
          আরো গেলো বাহাদুরি।
ও মন, তুমি কইরো না আর
          অতো বেশি বাড়াবাড়ি।

রূপ-লাবণ্য নয় চিরদিন,
সময় স্রোতে হয় সে মলিন;
চাকচিক্যের যতো রঙিন
          থাকবে না রে কিছু তারই।

সুন্দর এই ধরার মাঝে
মত্ত রইলি কতো কাজে;
পূবের সুরুজ ডুববে সাঁঝে
          নিয়ম মতো পন্থ ধরি।

সুন্দর এই মানুষের ভিড়ে
আসবে না আর তুমি ফিরে;
হঠাৎ একদিন যাইবে উড়ে
          শেষ হবে তোর দৌঁড়াদৌঁড়ি।

২৬/০২/২০২৫
ঢাকা।