কেমনে ভুলিয়া রইলি (রে বন্ধু) অভিমান করে?
পাড়াপড়শি সবাই জানে ভালোবাসি তোরে।
সাধের যৌবন পড়লো ভাটা রূপের ঝলক নাই,
কপাল আমার এমন ফাটা কেমনে তোরে পাই?
তুই যে আমার প্রাণ-ভোমরা খুঁজি জগৎ জুড়ে।
আগে যদি জানতাম বন্ধু তোর পিরিতের জ্বালা,
না করিতাম পিরিত আমি থাকিতাম একেলা।
নদীর জলের ধারা বহে আমার দু'নয়নে,
আমায় ভুলে রইলি বন্ধু কোন সে নির্জনে?
কেন্দে গেলাম তোরই তরে সারা জনম ধরে।

২৬/০২/২০২৫
ঢাকা।