নিশিরাইতে আইসো বন্ধু, যখন মনে চায়।
অভাগিনী একলা ঘরে থাকি অপেক্ষায়।
জীবন গেল রসাতলে,
সোনার যৌবন যায় বিফলে;
আমায় তুমি আশা দিলে, রই সে ভরসায়।
ঘরে আমার কালনাগিনী ননদিনী, হায়!
জ্বলন্ত চুলার মতো আমারে পোড়ায়।
সদাই করি আহাজারি,
এই বিরহ সইতে নারি;
আমায় করে প্রেমসোয়ারী ভাসাও অজানায়।
২৬/০২/২০২৫
ঢাকা।