ডাক দিয়ে যায় অগ্রপথে অমর ফেব্রুয়ারি!
দৃপ্তপদে সামনে আগাও ভুলে আহাজারি।
          সত্য-ন্যায়ের সংগ্রামপথে
          হে বাঙালি! জাগো হিম্মতে;
পিছু হটবে না কোন মতে, বাধা যতোই ভারী।

দেশের জন্য, দশের জন্য রক্ত করতে দান-
যে জাতি পারে, সে জাতি কখনো হয় না অপমান।
          বিশ্বালয়ে আমরা সবাই
          মুক্তিবাণীর গান গেয়ে যাই;
যুক্তিপথে সামনে আগাই লোভের মায়া ছাড়ি।

ভয় করিনা বুলেট-বোমা, মৃত্যুর পরোয়ানা;
মুক্তিলাভে রক্তমূল্য- সব আমাদের জানা।
          ঝঞ্ঝা যতো দীর্ঘ হবে
          জাগবে মানুষ অসম্ভবে;
কেউ না ঘরে বন্দী রবে, শুনছি আওয়াজ তারি।

আলোর পথের আন্দোলনে জীবন করি পণ;
যুদ্ধমাঠে ঝাঁপিয়ে পড়ি যখন প্রয়োজন।
         ‌একাত্তরের চেতনকথা
         ‌মনে-প্রাণে আছে গাঁথা;
ভাঙতে দুঃশাসনের বাধা আমরাও যে পারি।

কালের বাণীর ডাক শুনেছি দুঃশাসনের দেশে;
সত্য-ন্যায়ের অগ্রপথিক আসছে নবীন বেশে।
         ‌মুক্ত করে মনের ভীতি
        ‌‌কন্ঠে তোলো জাগরগীতি;
যুদ্ধজয়ের আছে স্মৃতি প্রমাণ ফেব্রুয়ারি।

ভয়ে যখন কুঁকড়ে যাবে রক্তচক্ষু দেখে;
হায়েনারা শক্তহাতে ধরবে কন্ঠ চেপে।
         ‌বাঁচতে হবে প্রতিঘাতে,
         ‌জাগতে হবে আঁধার রাতে;
ধরতে হবে হাতে হাতে ধ্বংসে অত্যাচারী।

লোভের আপেল দেবে তারা কুটিল ছলনায়;
তুচ্ছ করে অচ্ছুতেরে আয়রে ছুটে, আয়।
         ‌সূর্যতাপের উপস্থিতি
        ‌ জাগাও মনে যথারীতি;
ছড়াও এবার মানুষপ্রীতি অসুরকে সংহারী।

২৬/০২/২০২৫
ঢাকা।