চল্ সখি নীল যমুনায় যাই।
সেথায় বসে প্রাণ কালিয়া
দেখে তাঁরে মনটা জুড়াই।
গৌরবরণ রূপের কিরণ
আমার এ মন করছে হরন
তাঁর তরে মন হয় উচাটন
বিরহেতে দিন যে কাটাই।
শ্যামবিহনে গৃহকোণে
ভাবি শুধু একলা মনে
চল্ না সখী বৃন্দাবনে
দেখে তাঁরে জ্বালা মিটাই।
শ্যামের বাঁশি মন উদাসী
ডাকে আমায় দিবানিশি
অন্ধকারের পূর্ণশশী
দেখলে তাঁরে শান্তি যে পাই।
কদম তলে বাঁশির সুরে
'রাই রাই' করে ডাকে মোরে
বদ্ধ করে অন্তর পোড়ে
ভাল্লাগে না কিছুই যে তাই।
২৫/০২/২০২৫
ঢাকা।