চোরকে তাড়িয়ে ডাকাত এসেছে দেশে;
এখন দেখছি- চারিদিকে হাহাকার!
ডাকাতেরা সবে লুটপাট করে হেসে;
যা কিছু মহৎ করে যায় চুরমার।
এরা দুর্মদ, নৃশংস হানাদার;
ছলের ছলনে এসেছে বাংলাদেশে,
মানুষের রূপে, অমানুষ জানোয়ার,
অজাচারচারী দুর্বৃত্তের বেশে।

পাখির গীতিকা দূরবনে শোনা যায়;
কিন্তু, দেখি না দু'নয়ন খুলে তারে।
চেয়ে থাকি শুধু ধূসর মৃত্তিকায়,
নামহীন তাঁরে ডেকে যাই বারেবারে-
ওরে, আয় ফিরে অমৃতের সন্তান!
এ বাংলাদেশ ছেয়ে গেছে সারমেয়ে,
লুণ্ঠিত আজ বাংলার সম্মান,
আগমনী পথে আছি যে আমরা চেয়ে।

কুয়াশা আঁধার হয় না চিরস্থায়ী,
সূর্যের তাপে সহসা বিলীন হয়।
ওরা যে শীতের পাখিকুল পরিযায়ী,
সহিতে পারে না বসন্ত নিশ্চয়।
আবার হাসবে প্রকৃতি- বাংলাদেশ;
লীন হবে সব দুর্বৃত্তের দল।
হে সুবোধ! এসো, ছিঁড়িয়া দৈন্যলেশ,
ভেঙে দিতে মেকি ছল-ছলনার ছল।

২৪/০২/২০২৫
বই উন্মোচন মঞ্চ, বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান।