আমার    ব্যথা-বেদন-বিষন্নতা বেহাগের সুরে,
            কেঁদে ওঠে রাত্রি-দিবস বিষাদী অন্তরে।

জলের স্রোতে চলছে জীবন
ভাসায় দুকুল যখন তখন
অশ্রুবানের তীব্র প্লাবন ছুটছে জীবন ঘিরে।

ভেবেছিলাম রাতের শেষে আসবে প্রভাত-আলো,
আঁখির জলে ভাসিয়ে নেবে এই জীবনের কালো।

ফাগুন দিনের সমীরণে
উঠবে কাঁপন আমার মনে
ভালোবাসার গুঞ্জরণে কাঁপবে থরেথরে।

২০/০২/২০২৫
ঢাকা।