আবার হবে কি দেখা?
দেখা হবে কি তোমার সাথে?
চেয়ে আছি সুদূর গগনে নিশীথ আঁধার রাতে।
বিপুল ধরণী মাঝে
মত্ত রহি কতো কাজে;
খুঁজি তোমায় দেখি না যে আমার নয়নপাতে।
শুনেছি জগত জুড়ে
বসবাস করো, ওরে;
খুঁজি আমি ঘরে-বাইরে মিলতে তোমার সাথে।
চতুর চালক অতি
দ্রুতগামী তব গতি;
তোমার হবে কি বসতি এই আমার সাথে?
১৫/০২/২০২৫
ঢাকা।