চাই চাই চাই আজ আমি চাই তোমার নামের নামাবলি,
রুদ্ধকন্ঠে জোরে ডাকি তাই দাওগো তোমার পদধূলি।
নেমে এসো তুমি মর্ত্যভূমিতে,
ইচ্ছে হয়েছে তোমায় চুমিতে;
প্রেম নিবেদনে পাথরে হৃদয় আকুলি বাকুলি করে যায়,
জমিয়েছিলাম যতো প্রেমরাজি তোমার চরণে দিতে চায়।
অব্যক্ত কথা ভেঙে নীরবতা উঠেছে বিকশি মনে আজ,
বিনীত হৃদয় বিমোহিত হয় দেখেছে প্রেমের কারুকাজ।
নির্মোক ভেঙে বের হয়ে এসো,
গহন হৃদয়ে শুধু ভালোবেসো;
তোমার সুরভি মর্ম-মাঝারে করুণায় শুধু ঠেলে দাও,
পরাক্রান্তের দম্ভকে ছুঁড়ে কোমল নয়ন মেলে চাও।
অশোকের বনে কিংশুকরাজি ছড়িয়ে পড়েছে বিশ্বেতে,
ক্ষমতালোভীরা হায়েনার মতো দয়ামায়াহীন নিঃস্বেতে।
বারুদ-বোমায় হোলি খেলে যায়,
যতো দেখি ততো মরি লজ্জায়;
প্রভাত রবির কিরণ ছড়াও অন্ধকারের বসুধায়,
অতল প্রেমের সুরভী মাখানো দরদীয়া প্রাণ সবে চায়।
ছিন্নভিন্ন করে দাও আজ সব অসুরের জালিয়াতি,
নিরুপায় প্রাণ করে আনচান তাঁদের হৃদয়ে জ্বালো বাতি-
জ্ঞান-গরিমায় করো উজ্জ্বল,
শক্তি-সাহসে করোগো সবল;
লাঞ্ছিত যারা বঞ্চনা নিয়ে বেঁচে আছে যতো পৃথিবীতে,
জাগুক সবলে জীবনের পথে নবীন আলোর সুরভীতে।
১৫/০২/২০২৫
ঢাকা।