মহাকালস্রোতে ভেসে যায় সব অন্যায় অবিচার;
ভেসে যায় শত দূর্বিনীত্য,
দুরাচার আর যতেক অত্যাচারী।
অসমযুদ্ধে কবির কলম হয়ে ওঠে তরবারি;
নাশ করে দিতে এই সমাজের
বৈষম্যের নৃশংস কারাগার।
মহাকালস্রোতে ভেসে যায় সব অন্যায় অবিচার।
কবি যদি কভু দলদাস বনে স্বার্থ-মোহের টানে;
ইতরপ্রাণের ঘোর রেখে মনে
অন্ধগলির চেতন-স্যাকরা হয়।
দুর্গন্ধের নর্দমাজলে ডুবে যাবে নিশ্চয়;
ধিক্কার দেবে জনসাধারণ
অনন্তকাল ঘৃণার বহ্নিপ্রাণে।
কবি যদি কভু দলদাস হয় স্বার্থ-মোহের টানে।
রঙিন প্রাণকে রাঙা করে তোলো গোলাপ-সুবাস মেখে;
জলের আয়না বুকে ধরে তোল
বাস্তবতার মোহমুক্তির গান।
কয়লা-তেলের সুবাস ছড়াবে অবিরাম অফুরান;
নতজানু হয়ে অর্ঘ্য দানিবে
পথে-প্রান্তরে তোমার মূরতি দেখে।
রঙিন প্রাণকে রাঙা করে তোলো গোলাপ-সুবাস মেখে।
রাজনৈতিক দাস-কবি জলদাসের নামান্তর!
শঙ্কিত মনে প্রলাপের সুরে
রাতভর করে সুখ-শান্তির ধ্যান;
মশকের মত রাজ দরবারে করে যায় প্যানপ্যান।
ঐতিহাসিকভাবে এ সমাজে-
বাংলাদেশের তারাই মীরজাফর।
রাজনৈতিক দাস-কবি জলদাসের নামান্তর!
১৩/০২/২০২৫
ঢাকা।