বন্ধ আজ, লক্ষ লক্ষ চাকার ঘুর্ণন বাংলাদেশে!
ঘর্ঘর শব্দের ভিড় নেই, সুনসান চারিদিকে।
অযুত মজুর স্তব্ধ, কর্মহীন, বেকারের বেশে
ঘুরেফেরে পথে-ঘাটে; জীবনের রঙ হচ্ছে ফিকে।
তাঁরা হাবুডুবু খায় ক্ষুধার সাগরে, ছিন্নভিন্ন  
মানবিক চেতনার কথা, চিন্তা, সমাজ সংসার;
স্বার্থের সংঘাতে দ্বন্দ্বী, প্রতিক্ষণ রেখে যায় চিহ্ন
নিয়ন্ত্রিত নিয়ম-নীতির অন্ধবুকে, অবিকার!

হানাহানি, কাড়াকাড়ি; আদিম যুগের মূলমন্ত্র
এদিকে-ওদিকে বাড়ে, লোকালয়ে করে রাহাজানি।
চলন্ত জলের মতো ছুটে চলে শুধু, কোন তন্ত্র
রুখতে পারে না স্রোত, যেন অভিশপ্ত, অভিমানী!
রাত্রির রঙিন প্রাণ ভুলে গিয়ে, বাঁচার তাগিদে
ঘর ছেড়ে যায় ছুটে বোধহীন উন্মত্ত সংগীতে।

১৩/০২/২০২৫
ঢাকা।