অত্যাচারীর নিষ্ঠুরতা থামবে কবে?
অধিকারের আওয়াজ তুলে নামবে কবে?
বলো,     নামবে কবে
রাজপথেতে মিছিল নিয়ে স্লোগান দিয়ে?
সাহস নিয়ে সত্য-ন্যায়ের প্রতিষ্ঠাতে জাগবে কবে?
বলো,     জাগবে কবে?
বলো,     জাগবে কবে?

মদমত্ত অত্যাচারী থামবে কবে?
জগদ্দলের পাথরখানি নামবে কবে?
সমাজ আবার আনন্দতায় হাসবে কবে?
বলো,     হাসবে কবে? জাগবে কবে?
দেশমাতৃকার বৈজয়ন্তি রক্ষাহেতু
বাঁধো সেতু পরস্পরে অসম্ভবে!
অত্যাচারের নিষ্ঠুরতা রুখতে হবে,
অধিকারের শক্তি নিয়ে ঢুকতে হবে।
বলো,     নামবে কবে?
বলো,     জাগবে কবে?
সোনার দেশের ছেলেমেয়ে নামবে কবে?
ছাত্র-যুবা, কুলি-মজুর নামবে কবে?
কৃষক শ্রমিক, মা-বোনেরা নামবে কবে?
দুয়ার ভেঙে স্লোগান তুলে নামবে কবে?
বলো,     নামবে কবে?
বলো,     জাগবে কবে?

অসুর হত্যায় দুর্গার ন্যায় ত্রিশুল হাতে
নামবে কবে ঝঞ্জাবর্ত কৃষ্ণরাতে?
হাতে হাতে শক্ত করে ধরবে কবে?
লড়বে কবে?
বলো,     ধরবে কবে?
বলো,     লড়বে কবে?

বিশ্বাসের শক্ত হাতে জাগবে কবে?
ভাঙতে পাহাড় অন্যায়েরই জাগবে কবে?
শ্যানদৃষ্টির শকুনিদের ভাঙতে পাখা,
সময়মতো লিখতে হবে রক্তলেখা।
শক্ত করে ধরতে হবে বৈঠাখানি,
হেইও বলে কোলাহলে যেতে হবে নৌকা টানি।
লক্ষপানে গানে গানে আসবে কবে?
তুমি     আসবে কবে?
তুমি     জাগবে কবে?

মর্ত্যলোকের বক্ষ চিরে উচ্চশিরে
উল্কারূপে নিজ-স্বরূপে আসবে কবে?
দেশটাকে গড়তে তোমার লড়তে হবে।
লড়তে হবে, জাগতে হবে, মরতে হবে।
নামবে কবে? জাগবে কবে?
বলো,      জাগবে কবে?
তোমায়    জাগতে হবে
তোমায়    জাগতে হবে
তোমায়    জাগতে হবে...

১৭/০২/২০২৫
ঢাকা।