(বাংলা কবিতা ডটকম-এর আসরকবি মোঃ সিরাজুল হক ভূঞা-কে উৎসর্গিত।)
প্রকৃতির কবি এক সিরাজুল হক,
জন্ম তাঁর নেত্রকোনা, নহে মন্দ-ঠক।
ভোরের মায়ার মতো হৃদয় নির্মল,
আদ্যপ্রান্ত সাধুজন অনন্ত উজ্জ্বল।
শতরূপে এঁকে যায় প্রকৃতির রূপ,
ছন্দ-সুরে, বর্ণ-গন্ধে নিজে দিয়ে ডুব।
লাবণ্যের নন্দ্যকতা ঝরে কাব্যমুখে,
তুলে আনে শিহরণ পাঠক-সম্মুখে।
মনোবাঞ্ছা রেখে যাই সে-ই সাধুজনে-
সুবাস ছড়ায়ে যাক নিথর ভুবনে।
কুৎসিত কঙ্কাল ঢেকে কাব্যের মুকুল
প্রস্ফুটিত হোক তাঁর কবিতার ফুল।
প্রকৃতি ও দেশপ্রেম কবির সাধনা,
আজন্মলালিত প্রেমে করো আরাধনা।
১৫/০২/২০২৫
আগারগাঁও, ঢাকা।