প্রকৃতির বিরূপাক্ষ হয়েছে যেজন
এই মৃত্তিকার 'পরে; সে তো ভেসে যাবে
মহাকাল-কালস্রোতে। অতীতে যেমন
হারিয়ে গিয়েছে শত, নিয়মিতভাবে।
রাজা-বাদশা-সম্রাট, পরাক্রমশালী,
কালের গহ্বরে নীত বিরুদ্ধাচরণে;
অতলে ডুবেছে সবে হয়ে ধুলোবালি;
ধরামাঝে বাঁচে রহে কুস্মৃতি স্মরণে।

ধন্বন্তরি জাদুকর, যতেক কুজন
নটন-কুদন করে জাঁহাবাজ হয়ে;
কালের অমোঘনীতি, তাদের পতন
হয়ে যায় মহীতলে নির্মম-নির্দয়ে।
সমাজের জনগণ প্রকৃতির মতো,
অন্যায়ের অবিচার করে প্রতিহত।

১৩/০২/২০২৫
ঢাকা।