জঙ্গিবাদীর ভঙ্গিতে আজ কাঁপছে বাংলাদেশ,
মৌলবাদীর টোটকা দিয়ে চাচ্ছে করতে শেষ।
লুটতরাজের মবের যুগে মানুষ দিশেহারা,
কেউ জানে না কী অপরাধ! নিহত হয় যাঁরা।
হাট-বাজারে, পথে-ঘাটে নেই যে নিরাপত্তা,
মতের অমিল হলেই মানুষ করছে তারা হত্যা।
মুখে তাদের জপমালা- আল্লা-রাসুল নাম,
কাছা বেঁধে সারাদেশে করছে আকাম-কুকাম।
জাহাঁবাজীর কাজসাজি সব বন্ধ হলেই তবে,
শুভ-শান্তির পায়রাগুলো জাগবে রে উৎসবে।
হাস্যমূখর আনন্দতা চায় সাধারণজন,
মানুষেরে ভালোবেসে বন্ধ করো রণ।
নইলে যে এ দেশ ও জাতি ধ্বংস হবে, হায়!
পরাধীনের লৌহ-শিকল পরতে কি কেউ চায়?

১২/০২/২০২৫
ঢাকা।