ঘুষ চাইলেই ঘুসি দেবে
      হারামজাদার মুখে,
থুতু দেবে সবাই মিলে
      জনতার সম্মুখে।

সুদখোর আর ঘুষখোরেরা
      এই সমাজের কীট,
মুখোশ তাদের খুলে দে আজ
      তারাই জাতির 'চিট'।

১০/০২/২০২৫
ঢাকা।