প্রেম তোরে আর চাই না আমি।
কেউ বলে তুই মূল্যবতী,
কেউবা বলে কমদামি।
প্রেমের জন্যে হয়ে হন্যে
ঘুরে মানুষ বনে বনে;
প্রেমরসে সিক্ত মনে
চায় সে হতে স্বর্গগামী।
প্রেমের নামে কতো কথা!
লিখে যায় সব মহাগাথা;
বুঝি না তার আগামাথা
সবকিছু কি নষ্টামী?
ভুবনে প্রেম চায় সকলে,
পেয়ে আবার ডোবে জলে;
প্রেম হয় ভাই কোন্ কৌশলে?
জানলে আমায় বলো তুমি।
১০/১২/২০২৪
ঢাকা।