অন্ধকারের অসীম আকাশে তারকার জ্যোতি হয়ে,
জ্বলে ওঠো তুমি লালিত্যে, নির্ভয়ে।
বেদনামাধুরী আলোক ছড়াও তুমি,
আলোকিত করো আমার মর্ত্যভূমি।
তোমার পরশ লভিবার তরে বারবার কাছে আসি,
এই জীবনের
শতদুঃখের বেদনা জড়িত অধরে জাগাই হাসি।
কোন দূরলোক থেকে, থেকেথেকে আমায় যাচ্ছো ডেকে?
তোমাকে দেখিতে চেয়ে থাকি অনিমেখে।
চারিদিকে চাই দেখিতে না পাই; তাই,
দুঃখদিনের বেদনার গীত গাই।
মোহনবাঁশির অমৃত রাগিনী যাচ্ছে জগতে ভাসি';
মরুভূমিতলে
রৌদ্রতাপের উত্তাপে জ্বলি; তবুও, অধরে হাসি।
স্পন্দিত করে দুঃখকাতর মন-সেতারের তার,
করুণ রাগিনী বাজিছে বারংবার।
মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেখেছি, প্রিয়ে!
শোকাতুরা হয়ে ভাবছো আমায় নিয়ে।
স্বর্গীয় খেলা মর্ত্যে হবে না জানি, শুধু ভালবাসি।
হে মোর প্রিয়তি,
ওগো মহীয়সী! তোমার জন্যে অধরে ফোটাই হাসি।
০১/০২/২০২৫
ঢাকা।