ওরা বলে, আমরা নাকি হারিয়ে যাওয়া ভাই!
বুকের ভেতর রক্তের দাগ আজও ভুলি নাই।
          মায়ের বোনের কান্না বাজে,
          অপমানে মরি লাজে;
নব্য রাজাকারে নাচে- "তাইরে নাইরে নাই''।
আবার আমি যুদ্ধে যাবো সেই সাহস যোগাই।

অর্ধশত বছর শেষে আসলো ফিরে তারা,
একাত্তরের লুন্ঠণকারী, খুনি-ধর্ষক যারা।
          ঘৃণার বহ্নিশিখা জ্বলে,
          মাড়িয়ে দিতে পদতলে;
পণ করেছি অশ্রুজলে, শক্তি খুঁজি তাই।
আবার আমি যুদ্ধে যাবো সেই সাহস যোগাই।

মৃত্যুকে উপেক্ষা করে সাহসী অন্তরে,
স্বপ্ন বুনেছিলো জাতি সে-ই সে একাত্তরে।
          প্রজন্ম প্রজন্মান্তরে
          দেখবো তাদের ঘৃণাভরে;
শত্রুর সাথে সম্পর্কে কে থাকে রে ভাই?
আবার আমি যুদ্ধে যাবো সেই সাহস যোগাই।

২৯/০১/২০২৫
ঢাকা।