একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে,
মানুষেরা আজীবন মানুষের মনে গেঁথে র'বে
ঝরাহীন কবিতার মত।
উজ্জীবিত মহামানবের অমৃতের বাণী যত,
মানুষ অন্তরে বেঁচে রবে ক্ষয়প্রাপ্ত পৃথিবীর বুকে;
অন্তহীনকাল ধরে সুখে ও অসুখে।
মনের মাধুরী দিয়ে ভালোবাসা বয়ে যায় যদি,
মরুভূমি চিরে বহে সুশীতল নির্মল জলধি।
একদিন ইব্রাহিম আগুনের শিখা ভেদ করে এসে
অস্তমিত সূর্যের আলোয় পথভ্রষ্টদের
               দেখাবে মুক্তির পথ দিনান্তের শেষে।
নমরুদ ধ্বংস হবে সমুদয় সম্প্রদায় নিয়ে;
বাউলের পৃথিবীটা ঘুরবে সাবলীলভাবে,
         মানুষের প্রয়োজনে যাবে সে এগিয়ে।

২১/০১/২০২৪
ঢাকা।