আমার পাড়ভাঙা এ নদী,
তুমি নৌকা হতে যদি;
ভাসতে ভাসতে অনেক দূরে যেতাম।
গাঁয়ের শেষে দুইজনাতে নীল আকাশ ছুঁইতাম।

তুমি নৌকা হতে যদি,
আমি বইতাম নিরবধি;
স্রোতের টানে প্রাণে প্রাণে তোমায় ছুঁয়ে দিতাম।

সুদূর দেশের কন্যা গো...
বুকের জাগে বন্যা গো...
তোমার পরশখানি পেতে,
হলুদ হলুদ প্রজাপতি উড়ে সর্ষে ক্ষেতে;
সর্ষে ফুলের রেনু মেখে রাঙ্গিয়ে দিতাম।

দূরের গাঁয়ে শুনি আমি শেষ বিকেলের গান,
নূপুর পায়ে নামলো সেথা রজত রঙের চান।
আধখানা চাঁদ আকাশেতে, আধখানা চাঁদ নাচে,
সেই না চাঁদের ছোঁয়া পেতে পোড়া এ মন যাঁচে।

তুমি নূপুর পরে এসে
আমায় ভালোবেসে
ছুঁয়ে দিলে দুঃখ সকল ভুলিয়া যাইতাম।

১০/১২/২০২৪
ঢাকা।