জীবনের সীমানায় রাত্রির আঁধার
ঘন হয়ে যদি আসে, দুঃখের ভ্রুকুটি
যদিবা তীর্যক হয়; দাঁড়াও আবার!
আনন্দকে বুকে নিয়ে করো লুটোপুটি।
তুমুল উল্লাসে জাগো, স্রোতের উজানে
বেয়ে যাও জীবনের ভাঙা তরীখানি
অমৃতের ঝর্ণাপথে, সাহসিক প্রাণে;
অমসৃণ নদীতটে জীর্ণ গুণ টানি'।
হতাশার মুখোমুখি ভীত হও যদি,
প্রত্যাশা মিলাবে হায়, ঘন অন্ধকারে।
বন্ধা-পঁচা ডোবা হবে স্রোতস্বিনী নদী,
মানুষজীবন যাবে ঘোর হাহাকারে।
তরঙ্গ মিলিয়ে গেলে, আবার তরঙ্গ
ওঠে চরাচরে; এ-তো প্রকৃতির রঙ্গ!
২১/০১/২০২৫
ঢাকা।