করতে চাইলে আত্মসাধন
ওরে পাগল, ও ভোলামন
আমানতের কর রে যতন
করিস না তুই ছলচাতুরি।
ডাকিনি কামিনির ঘরে
পাঠায়েছেন প্রভু তোরে
বাঁচবি তাতে কেমন করে?
জেনে নে তুই সেই ফকিরি।
শূন্যে আইলি শূন্যে যাবি
আত্মসুখে সব হারাইবি
তবুও 'আমার আমার' দাবি
ছাড়লি না তুই জুয়াচুরি।
ভজন সাধন ভুলে গিয়ে
মাতাল হইলি মদ্য পিয়ে
যাবি সেথায় কি ধন নিয়ে
দেখ না রে মন চিন্তা করি।
০৬/০১/২০২৫
ঢাকা।