কেমন খেলা খেলছো তুমি, আমার বোঝার সাধ্য নাই,
অন্ধকারে চক্ষু বুঝে তোমায় নিত্য খুজে যাই।
          নড়োচড়ো আশেপাশে
          খুঁজি আমি ভয়-তরাসে
না পেয়ে তাই অবশেষে ধরায় হাবুডুবু খাই।

রহস্যময় পর্দা টেনে লুকিয়ে রও কোন গগনে?
খুঁজি তোমায় রাত্রি দিনে উতল হয়ে মনে মনে।
          বুঝি না তো তোমার খেলা
          ভাবতে ভাবতে গেলো বেলা
করবে কতো অবহেলা ভুবনতলে, ওগো সাঁই।

০৬/০১/২০২৫
ঢাকা।